তোমরা যখন লকডাউনে
ঘরে বসে ভালো-মন্দ খাও
পথশিশুদের বাড়ি তো নাই
কেউ কি তাদের খোঁজ ও খবর নাও?
করোনা কি বেছে বেছে
বিত্তশালীর ঘাড়ে শুধু চড়ে?
পথের ধারে শুয়ে থাকা
ছিন্নমূলও এই অসুখে মরে।
তোমরা যখন মহাসুখে
কোরমা পোলাও খাও
গাছতলার ঐ পথকলির
খোঁজ-খবর কি নাও?