চাল কিনলে পোকা ফ্রি,
আটা কিনলে ভুসি
ভেজা মালে ফ্রি পেয়ে,
ক্রেতা দারুণ খুশি।
মাছ কিনলে তরকারি ফ্রি
ইদানীং দেয় বাজারে,
ফরমালিনের মাছ খেয়ে ক্রেতা
পায় যে দারুণ মজারে।
সাবান কিনলে শ্যাম্পু ফ্রি
টুথপেস্ট কিনলেই ব্রাশ,
দিনে দিনে বাড়ছে মূল্য
ক্রেতার নাভিশ্বাস।
প্রাইভেট পড়লে সাজেশন ফ্রি
কোচিং করলে নোট,
লেখাপড়ায় শুরু হলো
যত রকম ফ্রড।
এসব করে পাস করা যায়
শেখা যায় না কিছু,
চাকরির জন্য ঘুরতে হবে
নেতার পিছুপিছু।
সব কিছুতেই ফ্রি নেওয়া
হয়েছে মোদের স্বভাব,
তাই তো আজ খাঁটি জিনিস
আর মানবতার অভাব।