Home ছড়া-কবিতা কবিতা মা যে অনেক দামী -মাহীদ ইমরান

মা যে অনেক দামী -মাহীদ ইমরান

আমার মাকে দেখলে আস
আমার সবুজ গাঁয়,
দিন দুপুরে চাঁদের আলো
জোনাক জ্বলে পায়।

আমার মায়ের হৃদয়টাতে
পদ্ম ফোটে কত,
ভ্রমর অলি মধুর গানে
আসছে শত শত।

কাজল আঁখির পাপড়ি ফুলে
অনেক দয়া মায়া,
বংশীবাদক আমার মায়ে
সে যে প্রেমের ছায়া।

ছেঁড়া তালির দুইটি কাপড়
আমার মায়ে পরে,
তার পরেও সোনার বরণ
শুধুই সুবাস ঝরে।

তেল দেয় না মাথায় মায়ে
পরে না শাড়ি চুড়ি,
ডিম বেচিয়া পাঁচ টাকা দেয়
কিনতে শখের ঘুড়ি।

মজার খাবার খায় না মায়ে
রান্নাটা শেষ হলে,
আমার পাতে মাছের মাথা
দুধের ছানা গলে।

মায়ের পায়ের ধূলির কণায়
গড়াই সদা আমি,
জান্নাতি সুখ বিপুল বাহার
মা যে অনেক দামী।

SHARE

Leave a Reply