Home ছড়া-কবিতা কবিতা ঋতুর রানি -লতিফা আজাদ পুষ্প ঋতুর রানি -লতিফা আজাদ পুষ্প August, 2020 বর্ষা শেষে আসলো দেশে শরৎ ঋতুর রানি সাদা মেঘের ভেলকি ভেলা ঢাকলো আকাশখানি। শরৎ মানে নদীর ধারে কাশফুলেরই হাট বন বনানী ফুলের হাসি ফসল ভরা মাঠ। গোধূলিতে চারিদিক লালে লাল আবিরে শরৎ আনে রূপোর চাঁদ একলা বসে ভাবিরে।