অশ্রু চোখে এই মিনতি
মুছে দাও পাপ কালিমা
তুমি ছাড়া কে-বা আছে
ছড়াবে ক্ষমার লালিমা!
সবাই যখন মগ্ন ঘুমে
উঁচু শিরটা করি নত
জায়নামাজের আলিঙ্গনে
হেরার সুরে থাকি রত।
গুনার দিকে না তাকিয়ে
ক্ষুদ্র নেকির অসিলাতে
পার করে নাও পাপের সাগর
অটুট রেখো রিসালাতে।
নিরাশ হওয়া জায়েজ নেই
মুমিন যদি হয়ে থাকি
আরোশ ছায়ায় নিবন্ধিত
করবে আমায় আশা রাখি।