Home ছড়া-কবিতা কবিতা বৃষ্টি আলামিন -ইসলাম জীবন

বৃষ্টি আলামিন -ইসলাম জীবন

মাঠঘাট খালবিল
নদী-নালা ডোবা ঝিল
সবই গেল ভেসে,
গাঁয়ের বুকে বৃষ্টি এলো
ঘরবাড়ি সব ডুবিয়ে দিলো
বৃষ্টি মোড়ল এসে।

মোড়ল যেমন সব কেড়ে নেয়
গরিব দুঃখীর শেষ আশ্রয়
মিথ্যা মামলা করে,
ঠিক তেমনি বৃষ্টি এসে
রাক্ষুসে এক মোড়ল বেশে
দেশটা দিল জুড়ে।

SHARE

Leave a Reply