চিন্তা করো মহাবিশ্ব
কে করেছেন সৃষ্টি,
কার হুকুমে নুয়ে পড়ে
অঝোর ধারায় বৃষ্টি।
চিন্তা করো গ্রহ-তারা
চাঁদ-সুরুজকে নিয়ে,
কেন তারা দিবানিশি
যাচ্ছে আলো দিয়ে!
মন ছুটে যায় কোন সে টানে
কার অমন তাকিদে?
দিবানিশি কার টানে মন
যায় ছুটে মসজিদে?
চিন্তা করো তবে তুমি
পাবে তার সমাধান,
সকল কিছু যাঁর হুকুমে
তিনি আল্লাহ্ মহান।