গ্রীষ্ম শেষে আমার দেশে
বর্ষাঋতু আসে,
আষাঢ় শ্রাবণ দু’টি মাসে
নদী-নালা ভাসে।
আকাশ পানে মেঘের ভেলা
ঝমঝমাঝম বৃষ্টি,
বৃষ্টির ফোঁটায় রূপের ঝলক
কাড়ে সবার দৃষ্টি।
ঝড়ের দিনে আম কুড়াতে
অনেক ভালো লাগে,
বৃষ্টির আভায় ছন্দ ছড়ায়
শৈশব স্মৃতি জাগে।
বৃষ্টি ভেজা জামাকাপড়
দেখতো যখন মায়ে,
দ্রুত বেগে শুকনো জামা
জড়ায় দিতো গায়ে!
শৈশব স্মৃতি মনের প্রীতি
ছন্দ তালে মাখা,
বর্ষাকালে প্রকৃতির সাজ
নতুন রূপে আঁকা।