Home আইটি কর্নার ক্লাস এবং মিটিং এখন -জুম অ্যাপে শরীফ তাজওয়ার

ক্লাস এবং মিটিং এখন -জুম অ্যাপে শরীফ তাজওয়ার

ক্লাস মানেই সারি সারি বেঞ্চে বসে থাকবে ছাত্ররা। সামনে এসে লেকচার দেবেন একজন শিক্ষক। আর মিটিং? গোল একটা টেবিলের চারপাশে বসা অনেকে। কেউ বলছে। কেউ শুনছে। সাধারণত এরকমই ছিল সব। কিন্তু বর্তমানে করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে বেশির ভাগ প্রতিষ্ঠান ‘হোম অফিস বা ওয়ার্ক ফ্রম হোম’ চালু করেছে। এ কারণে বাসা থেকেই করতে হচ্ছে গুরুত্বপূর্ণ সব কাজ। এমনকি মিটিংও সারতে হচ্ছে অনলাইনে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও ক্লাস নিচ্ছে এ মাধ্যমে। এ ক্ষেত্রে গত কয়েক দিনে জনপ্রিয় হয়ে উঠেছে জুম নামের অ্যাপটি। এক প্রতিবেদনে জানা যায়- উইন্ডোজ, আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য সমান কার্যকর জুম অ্যাপ। এর সাহায্যে মিটিং করা যাবে কোনও বাড়তি ঝামেলা ছাড়াই।
জুম অ্যাপে মিটিং করার জন্য শুরুতেই ‘জুম ক্লাউড মিটিংস’ নামের অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপ ডাউনলোডের সময় কিছুটা সতর্ক থাকতে হবে। কারণ, জুম নামের অনেক অ্যাপ রয়েছে। এগুলো দিয়ে অনেক ধরনের কাজ করা যায়। ক্লাস বা মিটিংয়ের জন্য যে অ্যাপটি সেটিই ডাউনলোড করতে হবে। জুম অ্যাপ ডাউনলোডের পর ইনস্টল প্রক্রিয়া শেষ হলে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। গুগল কিংবা ফেসবুক অ্যাকাউন্টের সাহায্যেও জুম অ্যাকাউন্ট খুলতে পারবে। জুম অ্যাপে অ্যাকাউন্ট খোলার পর নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।
প্রয়োজনীয় তথ্য দিয়ে সাইন ইন বাটনে চাপ দাও। লগইন হওয়ার পর চারটি অপশন পাওয়া যাবে। এগুলো হলো- নিউ মিটিং, জয়েন, শিডিউল এবং শেয়ার স্ক্রিন। নিউ মিটিং অপশন থেকে মিটিং শুরু করতে পারবে। এই অপশন থেকে জুম আইডি, ইমেইল অ্যাড্রেস বা মিটিংয়ের নাম ব্যবহার করে যে কাউকে আমন্ত্রণ জানানো যাবে। জয়েন অপশনের মাধ্যমে অন্য কারও আমন্ত্রণে কোনও মিটিংয়ে যোগ দেওয়া যাবে। এ ক্ষেত্রে ব্যবহার করতে হবে মিটিং আইডি ও পাসওয়ার্ড। হোস্ট চাইলে পাসওয়ার্ড ছাড়াও মিটিংয়ে যোগ দেওয়া যাবে। মিটিংয়ের শিডিউলের জন্য শিডিউল অপশন ব্যবহার করতে হবে। অন্য দিকে প্রেজেন্টেশনের ক্ষেত্রে ব্যবহার করতে হবে শেয়ার স্ক্রিন অপশন। মিটিং শেষ হলে নিচের ডান কোণে থাকা ‘এন্ড মিটিং’ অপশনে ক্লিক করতে হবে। এইতো জুম অ্যাপের আদ্যোপান্ত। বলতে গেলে পুরো পৃথিবী এখন জুমের দখলে।

SHARE

Leave a Reply