Home তোমাদের কবিতা বাবা আমার -ফরিদ সাইদ

বাবা আমার -ফরিদ সাইদ

বাবা আমার মুক্ত আকাশ
নির্ভরতার চাদর
জীবন জুড়ে আপন মনে
করেন শুধু আদর।

বাবার হাতে হাতটি ধরে
হাঁটা-হাঁটি শেখা
বাবার কাঁধে-কোলে চড়ে
এই পৃথিবী দেখা।

লেখা-পড়ার হাতেখড়ি
বাবার কাছে শুরু
সারাজীবন বাবা আমার
আসল শিক্ষাগুরু।

ন্যায়ের পথের জ্ঞানের আলো
বিপদকালের ছায়া
বাবা আমার আদর-শাসন
নিখাদ মনের মায়া।

SHARE

Leave a Reply