আল্লাহ যখন দিলেন ধরায়
সর্দি কাশি জ্বর,
সবাই তখন বন্দি হলো
নিজের আপন ঘর।
শহর নগর সবই ফাঁকা
নেইতো কোথাও কেউ,
সাবধানী হোন, একা থাকুন,
আতঙ্কের এক ঢেউ।
কতো বেদ্বীন আসছে দ্বীনে
হচ্ছে ভালো বেশ,
অর্থের অভাব দিচ্ছে দেখা
অনেক রাজার দেশ।
বন্দি ঘরে কৃষক শ্রমিক
নিচ্ছে না কেউ খোঁজ,
কাজ হাতে নেই গরিব লোকের
কেমনে করবে ভোজ?
প্রভাবশালী আছেন যারা
একটু পাশে যান,
এই অভাবী লোকের হাতে
করেন কিছু দান।