Home তোমাদের কবিতা করতে শেখো কাজ -মুহাম্মদ ইমদাদ হোসেন

করতে শেখো কাজ -মুহাম্মদ ইমদাদ হোসেন

নিজের পায়ে চলতে শেখা
সবচে বড় সুখ
নিজের পায়ে দাঁড়িয়ে গেলে
থাকবে না যে দুখ।

কারও কাছে হাত না পেতে
করতে শেখো কাজ
করতে কাজ পেয়ো না কভু
একটুখানি লাজ।

ছোট হলেও কাজটা তুমি
করবে প্রতিদিন
কাজ করলে জীবন মাঝে
বাজে সুখের বীণ।

অলস জনের দুখটা বেশি
লোকে মন্দ কয়
কাজ করলে মানটা বাড়ে
জীবন সফল হয়।

হালাল পথে কাজটা করো
সফেদ করো মন
চাইলে খোদা দিতে পারেন
টাকা-পয়সা ধন।

SHARE

Leave a Reply