ছড়া হোক বৃষ্টির
ছড়া হোক জমিনের
নব নব সৃষ্টির।
ছড়া হোক বন্যার
ছড়া হোক ফুল-বাস
আইবুড়ি কন্যার।
ছড়া হোক বাদলের
ছড়া হোক জনতার
জনপদে-আদলের।
ছড়া হোক মুক্তির
ছড়া হোক জীবনের
সমাধান-শক্তির।
ছড়া হোক প্রাণের
ছড়া হোক জীবনের
ফুল-ফোটা বাগানের।
ছড়া হোক ভালোর
ছড়া হোক কালো-তাড়া
সোনালি সে আলোর।