রিমঝিমা ঝিম বৃষ্টি পড়ে টিনের চালে
বৃষ্টি পড়ে অঝর ঝরে নায়ের পালে।
টুপটাপা টুপ বৃষ্টি পড়ে গাছের পাতায়
বৃষ্টি পড়ে উঠোন কোণায় ব্যাঙের ছাতায়।
ঝিনঝিনা ঝিন বৃষ্টি পড়ে মিষ্টি সুরে
ইলশেগুঁড়ি নেয় কেড়ে নেয় দৃষ্টি দূরে।
রুমঝুমা ঝুম বৃষ্টি পড়ে বাজার হাটে
টাপুর টুপুর ছন্দ তোলে পুকুর ঘাটে।
বৃষ্টি নিয়ে মিষ্টি ছড়া পড়ছে খুকু
পাতার ফাঁকে কাক ভেজা ঐ দুটো ঘুঘু।
শালিকগুলো ঝাপটে ডানা বিলের জলে
শাপলা-শালুক খুশির বানে ঝিলের জলে।