শিশু যেমন মায়ের কোলে
নিরাপদে থাকে,
আল্লাহ তা’লা রহমত দিয়ে
তেমনি করে রাখে।
তবু কেন সেই সে প্রভুর
করো না কেন কাজ,
এতো নেয়ামত করছো ভোগ
পাও না তো তবু লাজ।
এতো কিছু দুনিয়াতে
দিছেন প্রভু ঢেলে,
কত রহম করেন তিনি
দেখো না চোখ মেলে?
বুঝো না তো মগজ দিয়ে
পাচ্ছো কোথায় হাওয়া,
কার হুকুমে প্রতিদিনই
হচ্ছে আসা যাওয়া।
রোগে শোকে কত মানুষ
আছে হাসপাতালে,
শুকরিয়া কি করছো আদায়
কবে কোন কালে?
পাচ্ছো কোথায় কথা বলার
সাহস তুমি বুকে,
বোবার দিকে তাকাও তুমি
কাঁদছে ধুঁকে ধুঁকে।
কথার জবাব কথা দিয়ে
দিচ্ছো তুমি রুখে,
কে দিয়েছে এমন শক্তি
স্বীকার করো মুখে?
কত মানুষ কষ্টে আছে
রাখছো কি তার খবর,
মাথার মধ্যে মগজ আছে
নাকি আছে গোবর?
শুকরিয়া যে সর্বদা ভাই
করতে হবে আদায়,
তিনিই আল্লাহ কাউকে হাসায়
কাউকে আবার কাঁদায়।
সুখে দুঃখে এজন্যই তো
থাকতে হবে রাজি,
প্রয়োজনে প্রভুর জন্য
রাখবে জীবন বাজি।