ঝম ঝমা ঝম বৃষ্টি পড়ে
আষাঢ় শ্রাবণ মাসে
খাল বিল সব ভরে ওঠে
বন্যা নেমে আসে।
কদম ফুলের সুবাস ছড়ায়
বৃষ্টি ভেজা বাতাসে
মেঘ গুড় গুড় মেঘ গুড় গুড়
নাচে ওঠে আকাশে।
বিজলি উঠে ঝিলিক দিয়ে
আকাশের কোন বাঁকে
বজ্রপাতের ভয়ে খোকা
মায়ের আঁচলে মুখ ঢাকে।
বৃষ্টি ভেজা পাখিরা সব
ভাঙা বাসায় নেয় ঠাঁই
অনাহারে থাকে তারা
কষ্টের কোন শেষ নাই।