Home নিয়মিত সত্যি কথা -ছন্দা দাশ

সত্যি কথা -ছন্দা দাশ

সত্যি যেটা
বলছি সেটা
বলবে না তা
খবরদার।
বললে পরে
ভেনিস হবে
হদিস পাওয়া
ভীষণ ভার।

কী যেন হয়
মাসির ছেলের
নাতির নাকি
ভাইরা ভাই,
নামটা যেন
বিদঘুটে যা
কেউ কখনও
শোনেই নাই।

সেও আবার
মজার বিষয়
শুনলে পরে
হেসেই খুন,
পানের খিলি
ভাত দিয়ে খায়
ভাতের সাথে
খায় সে চুন।

আসল কথা
রোসো রোসো
একটু পরেই
চিচিং ফাঁক,
তার আগে দি
গরম চায়ে
নরম চুমুক
প্রাণ জুড়াক।

কি বলি ভাই
সন্ধ্যে হল
আজকে তবে
তোলাই থাক
কাল সকালে
বলবো তবে
সত্যি যেটা
রাতটা যাক।

SHARE

Leave a Reply