Home ছড়া-কবিতা কবিতা একটু সুখ -মোশাররফ হোসেন খান

একটু সুখ -মোশাররফ হোসেন খান

প্রবল ঝড়েও ভাঙেনি কাকের বাসা
খুশিতে তাই ওরা আত্মহারা,
ছাদে গিয়ে দেখি অবাক কাণ্ড
ফুটে আছে অজস্র নয়ন তারা!

আহা কী অপরূপ দৃশ্য ফুলের
দেখে দেখে হৃদয় জুড়াই,
মাথার ওপরে দেখি পায়রাগুলো
মনের খুশিতে পালক ওড়ায়।

রঙবেরঙের মেঘমালা, রঙধনু আর
অজানা রহস্যে ঘেরা আকাশ,
শরীরে শিহরণ জাগানো ঝির ঝির
বৃষ্টিভেজা মুগ্ধ বাতাস।

শেষ বিকেলের এসব দৃশ্যপটেই
ক্লান্তি চলে যায় বহু দূরে,
অনেক বেদনার মাঝে একটু সুখ-
রেণুছড়া ডাকে মোহন সুরে।…

SHARE

Leave a Reply