Home নিয়মিত আমাদের কথা আমাদের কথা

আমাদের কথা

প্রাণপ্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো এবং সুস্থ আছ।
জ্যৈষ্ঠের দাবদাহ ছাড়িয়ে এখন আষাঢ়ের গুরুগম্ভীর আওয়াজ কানে ভেসে আসছে। এ সময় যখন তখন বৃষ্টি! কখনোবা মুষলধারে। বাইরে বের হওয়া কষ্টকর হয়ে যায়। তারপরও কিন্তু আষাঢ়ের মজাটাই আলাদা! বাইরেও নামা যায় না, আবার ঘরেও বসে থাকতে ইচ্ছে করে না। মন ছুটে যেতে চায় বৃষ্টির মধ্যে মাঠ-ঘাট আর পুকুরপাড়ে।
সত্যিই তাই। আষাঢ়ের বাদল দিনে কারইবা ঘরে বসে থাকতে ইচ্ছা করে! মনটা ছুটে যেতে চায় দূর-দিগন্তে, ভেজা ঘাসফুল আর ফসলের গন্ধ শুঁকতে।
আষাঢ় তো এমনি। আমাদের মনকে উদাস করে তোলে। হৃদয়টা ভিজিয়ে দিয়ে যায়। আর ভাবনার জগতে ছুটে চলে স্বপ্নের পাখিরা।
আষাঢ় এলেই আষাঢ়ে গল্পের পেছনে কখনোবা ছুটতে ইচ্ছে হয়। আবার কখনোবা রিমঝিম বৃষ্টির গন্ধে মন টেনে নিয়ে যেতে চায় শাপলা ফোটা বিল কিংবা খালের ধারে। কিন্তু সাবধান! মন চাইলেও অসতর্ক হওয়া যাবে না। একটু অসতর্ক হলেই নেমে আসতে পারে যে কোনো ধরনের বিপদ। তাই সর্বদা সতর্কভাবে পা ফেলতে হবে। করোনার এই কালে সবাই সতর্ক থেকো, নিরাপদে থেকো।
আজ এই পর্যন্তই!
আল্লাহ হাফিজ।

SHARE

Leave a Reply