চাঁদ উঠেছে দূর গগনে
হাসছে মিটি মিটি;
প্রভুর গোলামি কর ভাই
হয়ে পরিপাটি।
পাপ হতে আজ মুক্ত হওয়ার
শপথ কর সবে;
এমন শপথ দেখে মোদের
রহম দিবেন রবে।
রহম কুড়াও প্রথম দশে
স্নিগ্ধ কর আঁখি;
মাঝের দশের মাগফিরাতে
দিও না ভাই ফাঁকি।
নাজাত পাবে শেষের দশে
নিয়ত রেখো মনে;
দরুদ-সালাম পাঠিয়ে দিও
মহানবীর সনে।
দিনে মোরা থাকবো রোজা
রাতে যায়নামাজে;
প্রভুর প্রেমের শরাব লুফে
মিলবো নেকের কাজে।
পুণ্য হবে অনেক মোদের
পাপ হবে বিলীন;
রোজার পরের খুশির ঈদে
ক্রোধ হবে মলিন।