ঈদ মুবারক ঈদ মুবারক
ঈদ মুবারক ঈদ-
আর না থাকুক মান অভিমান
রাগ কি বা ক্ষোভ জিদ!
ঈদ খুশিতে ধনী গরিব
মাতো ঈদের দিন,
থাকুক জমা যতই তোমার
প্রাপ্তি কিবা ঋণ!
ঈদ মুবারক ঈদ মুবারক
ঈদ মুবারক ঈদ,
সবাই মিলে ধরো এবার
সাম্য সুখের গীত।
ঈদের খুশি দাও ছড়িয়ে
যাক ভরে সব প্রাণ,
এই শিক্ষাটাই দেয় শিখিয়ে
মাহে রমাদান।