Home ছড়া-কবিতা ঈদ মানে -ইয়াছিন আরাফাত ঈদ মানে -ইয়াছিন আরাফাত May, 2020 ঈদ মানে খুশি আর ঐক্যের তান, বাড়ি ভরা আত্মীয় সব মেহমান। ঈদ মানে ঘোরাঘুরি নাজানার পথে, ভাগাভাগি করে নেওয়া অনাথের সাথে। ঈদ মানে ছুটে যাওয়া গরিবের ঘরে, কাঁদবে না কেউ যেন বিছানায় পড়ে।