Home ছড়া-কবিতা আম্মু তুমি -নওল নজরুল

আম্মু তুমি -নওল নজরুল

পরম প্রিয় আম্মু তুমি
তুমিই ভালো বেশ
তোমার দেওয়া ভালোবাসা
বেজায় খুশির রেশ।

তুমি পরম বন্ধু প্রিয়
এ হৃদয়ের মন
তোমায় ছাড়া ভাল্লাগে না
থাকতে সারাক্ষণ।

হারিয়ে যেতাম আপন সুখে
খোকা-খুকির দলে
ভালোবেসে মিষ্টি হেসে
তোমার আঁচল তলে।

আঁচল ভরা ভালোবাসা
মিষ্টি মধুর ঘ্রাণ
শীতল হতো হৃদয় আমার
জুড়িয়ে যেত প্রাণ।

SHARE

Leave a Reply