Home ছড়া-কবিতা সমর্পণের মাস -আজাদ শেখ সমর্পণের মাস -আজাদ শেখ May, 2020 বছর ঘুরে আসলো আবার সমর্পণের মাস, মাসটি জুড়ে করবো সবাই পুণ্য সওয়াব চাষ। আত্মশুদ্ধির এই সুযোগে করবো না ভাই হেলা, শুদ্ধ হয়ে পার হতে চাই রোজ হাশরের ভেলা। বিচার শেষে পার হবে যে থাকবে সুখে জান্নাতে, সারা দেহ ভরে যাবে হিরে মোতি পান্নাতে।