Home ছড়া-কবিতা ঈদ মোবারক -লতিফা আজাদ পুষ্প ঈদ মোবারক -লতিফা আজাদ পুষ্প May, 2020 ঈদের দিনে হেসে ওঠে নদীর দুই কূল ঈদের দিনে খুশি ভরা আকাশ তারা ফুল। নতুন জামা নতুন জুতো চারদিকে রঙিন সুতো। কষ্টে ভরা জীবন যার খবর নাও আজকে তার। নিরাশ প্রাণে আশা দাও তোমার সুখে তাকেও নাও। ঈদ মোবারক দুঃখ ভোলা ঈদ মোবারক খুশির দোলা।