ঈদ মানে পাখা মেলা
প্রজাপতি হৈচৈ
ঈদ মানে সারাবেলা
আনন্দ থৈথৈ।
ঈদ মানে হাসি মুখ
খুশি মাখা সারাদিন
ঈদ মানে সুখ দুখ
ভাগাভাগি চিরদিন।
ঈদ মানে ভালোবাসা
কোলাকুলি ছন্দ
ঈদ মানে মুছে ফেলা
ব্যবধান দ্বন্দ্ব।
ঈদ মানে বারতা
লাল সব রক্ত
ঈদ মানে একতা
শুরু হলো অক্ত।