Home ছড়া-কবিতা পড়বে শিশু স্কুলে -নজমুল হক চৌধুরী

পড়বে শিশু স্কুলে -নজমুল হক চৌধুরী

পড়বে শিশু স্কুলে
মাঠটি খেলার দিস খুলে
খেলবে মনে যখন যা
করবে শিশু তখন তা
গাইবে মনে যা আসে
দেখে যেন মা হাসে
এই শিশুরা রাত্তিরে,

আলোকিত হোক তারা
সবাই যেন শুকতারা
নেয় টেনে চোখ তার দিকে
ঘুরে বেড়ায় চারদিকে
দেয় বিলিয়ে তার আলো
যেথায় আছে যার কালো
সবাই যেন বাত্তিরে।

SHARE

Leave a Reply