ঈদের দিনে করবো দোয়া
পিতা-মাতার জন্য
জান্নাতিদের সাথে যেন
তাদের করে গণ্য।
দুঃখী জনের দুঃখগুলো
দূর হয়ে যায় দূর
তাদের কানে বাজে যেন
স্বপ্ন আশার সুর।
রোগে, শোকে, অনাহারে
ঝরছে চোখে পানি
তাদের কষ্ট দূর করে দাও
আল্লাহ একটুখানি।
দেশের তরে করবো দোয়া
ঈদের জামাত শেষে
রহম করো হে দয়াময়
আমার বাংলাদেশে।
সবার জন্যে করবো দোয়া
দাওগো সবার সুখ
সবার চোখে স্বপ্ন জাগাও
শীতল করো বুক।