লকডাউন আর মৃত্যু মিছিল করোনার এই চাপে
বিশ্ব যখন নিঃস্ব হয়ে থরথরিয়ে কাঁপে-
ঠিক তখনই হাওয়ার পিঠে ঈদটা এলো ভেসে
যদিও এখন বিষম বিষাদ ধূ ধূ সকল দেশে!
স্রোত কি বোঝে এসব কিছু, বোঝে কি আর কান্না?
সে কি বোঝে ঘরে ঘরে হচ্ছে দুখের রান্না!
লকডাউনে বন্ধ কপাট, বদ্ধ ঘরের কোণে
ভয়কাতুরে মানুষগুলো আয়ুর পাল্লা গোণে।
বেশ গমকে ঈদটা এসে বললো কপাট খোল্
চারিদিকে বইছে এখন বাউ বাতাসের দোল।
ঈদটা বলে কপাট খোলো লকডাউনে ভয় কি?
সময় আসে, সময় যায়-সত্য মনে হয় কি?
সত্যিই যদি হতো এমন আশার কথা পষ্ট
ঈদের খুশি সবাই পেত, ঘুচে যেত কষ্ট!
বসেই আছি ঘরের কোণে আলু থালু বেশে
ঈদটা আসুক খুশি নিয়ে গভীর ভালোবেসে!
২৪.৪.২০২০