Home ছড়া-কবিতা কবিতা আকাশের মতো ভালো হলে- জয়নুল আবেদীন আজাদ

আকাশের মতো ভালো হলে- জয়নুল আবেদীন আজাদ

বোমার শব্দে শিশুরা এখন
হাসে খিলখিল করে,
গানের পাখিটা দূরে গেলে কাঁদে
ওরাই একটু পরে।

দেশে দেশে লড়াই হামলা অবিরত
বন্ধ তাই লেখাপড়া,
খেলার ময়দানে সেনাদের তাঁবু
গোলা-বারুদে সব ভরা।

টিভি-পর্দায় ভাসে মানুষের লাশ
সাথে নেতাদের নিনাদ
চারদিকে ভুখানাঙা হাজারো মানুষ
চোখেমুখে শুধু বিষাদ।

ডিজিটাল যুগে ঝলমলে সব
দুর্বল শুধু কাঁপছে,
ওদের দেখার নেই কোনো নেতা
কড়ি দিয়ে সব মাপছে।

এমন দিনেও চাঁদ ওঠে দূর আকাশে
তাকায় কোমল শিশু চোখে বৃষ্টি ঝরে,
আকাশের মতো ভালো পৃথিবীটা হলে
আসতো ঈদের খুশি সবার ঘরে ঘরে।

SHARE

Leave a Reply