Home তোমাদের কবিতা তোমাদের কবিতা

তোমাদের কবিতা

নতুন প্রভাত
আবুজার গিফারী

অরুণরাঙা কোমল ভোরে
নব আলো সকল দোরে
দেয় ছড়িয়ে আজ,
স্মৃতির পাতায়
প্রীতির খাতায়
নতুন সনে নতুন শাখায়
নিপুণ কারুকাজ।

পাহাড়সম ভুল অগণন
হতাশার অতীত জীবন
ভুলে গিয়ে ভাই,
ফাগুন রাঙা নতুন প্রভাত
স্বাগত জানাই।

দুইটি শিশু
আমানত মিয়া

একটি শিশু পথের ধারে
পথের ধুলায় খেলে,
রোজ সকালে পুব আকাশে
ইয়ন যে তার মেলে।

একটি শিশু প্রাসাদ ঘরে
অনেক খেলনা আছে,
সকাল-সাঁঝে তারই কাজে
হাজার চাকর পিছে।

দুইটি শিশু মানুষ ভবে
একই খোদার সৃষ্টি,
তবে কেন আমরা মানুষ
করছি বিভেদ দৃষ্টি?

শান্তি ধরায় আনতে হলে
বিভেদ ভুলতে হবে,
সকল শিশু থাকলে সুখে
সুখের পরশ পাবে।

SHARE

Leave a Reply