বৈশাখ
লতিফা আজাদ পু®প
এলো এলো বৈশাখের দিন
চারপাশ হলো যে রঙিন!
পাগল করা ফলের ঘ্রাণে
জাগায় সাড়া মনে-প্রাণে।
বৈশাখের ঘন নীল আকাশে
পেঁজা তুলোর মেঘটা হাসে।
কখনো রোদের অসহ্য তাপ
দুপুরে ছোটে গরম ভাপ।
ঝড়ের দাপটে ভাঙে গাছের ডাল
কখনওবা উড়ে যায় ঘরের চাল।
কাঁচা পাকা আম-জাম -লিচু কুড়াতে
ছোটরা ছুটে যায় মন জুড়াতে।
বৈশাখে ঝরে যায় পুরাতন পাতা
দোকানে দোকানে বসে হালখাতা।
বৈশাখ সাথে আনে নতুনের দিন
পুরনো স্মৃতি তবু হয় না বিলীন।
বৈশাখী ঝড়
আয়িশা জান্নাত আনিসা
বৈশাখ মাসে আসে কালবৈশাখী ঝড়,
ধরণীটা আছড়ে ওঠে কাঁপে থর থর।
গাছপালা ঘর-বাড়ি ভেঙে ফেলে যায়,
গরিবের জীর্ণ কুটির বাদ পড়ে না হায়!
মা পাখিটি ছানার খোঁজে ছোটাছুটি করে
ভেঙে যায় তার ছোট্ট নীড় সর্বনাশা ঝড়ে।
গৃহহারা হয় যে মানুষ, সবকিছু হারায়
এমনি করে কালবৈশাখী সবাইকে কাঁদায়।