আমের গাছে বোল এসেছে ডালপালা সব বাঁকিয়ে,
ক’দিন পরেই বোশেখ এসে দেবে তাকে ঝাঁকিয়ে।
এরপরে যা থাকবে সেটাই মধু-মাসের আম রে!
রসনাটা তৃপ্ত হবে আমগুলোকে কামড়ে।
ঠিক সময়ে যত্ন নিলে অনেকগুলো বোল,
ঝরতো না হায় অবহেলায় হতো না বাতুল!
যত্ন নিলে ঝরে-পড়াদের অনেকেই তো বাঁচে!
দেখো দেখো শিশুর দিকে, ওতেই আশা আছে।