Home তোমাদের কবিতা আমার গাঁ – জহির টিয়া

আমার গাঁ – জহির টিয়া

ছোট্ট একটা নদীর পাড়ে
সবুজ ঘেরা গাঁও,
নরম ঘাসে শিশির জমে
মৃদু শীতল বাও।

গাছে গাছে পাখির বাসা
কণ্ঠে মধুর গান,
সেই গানেতে পাগল আমি
মনে মারে টান।

আঁকাবাঁকা মেঠো পথের
গাঁয়ের পরিবেশ,
রূপে যেন জোনাই জ্বলে
রূপের নেই তো শেষ।

গাঁয়ের পরে সোনার ক্ষেতের
চোখ ধাঁধানো মাঠ,
হাওয়ার তালে হৃদয় দোলে
যেন চাঁদের হাট।

সন্ধ্যে বেলায় কত্ত খেলায়
মত্ত থাকে মন,
খেলা শেষে ঘরে ফিরে
মায়ের বুকের ধন।

এসো যদি বন্ধু আমার
এমন পাড়া গাঁও,
নদীর বুকে ভেসে ভেসে
বাইব ডিঙি নাও।

SHARE

Leave a Reply