সকল দেশের চেয়ে সুন্দর
আমার মাতৃভূমি
বাংলাদেশ তার নাম,
এদেশটাকে করতে স্বাধীন
দিয়েছিলাম বুকের রক্ত
এবং চড়া দাম।
রাতের আকাশ তারা ভরা
জোছনা ছড়ায় এদেশের
পূর্ণিমারই চাঁদ,
এদেশেরই মাটির মাঝে
সোনার মতোন ফলন ফলে
একটুও নেই খাদ।
ষড়ঋতু বিরাজ করে
তাইতো আমার ষড়লীলার
রূপের বাংলাদেশ,
রূপসী এই প্রিয়ভূমির
কোনদিনই রূপের একটু
হবে নাকো শেষ।