Home তোমাদের কবিতা খুকু ও চাঁদের বুড়ি – সাদীয়া রহমান

খুকু ও চাঁদের বুড়ি – সাদীয়া রহমান

চাঁদের বুড়ি চাঁদের বুড়ি
মোদের বাড়ি এসো
কালকে আমার জন্মদিনে
আমার পাশে বসো।
কানে কানে কত কথা
কইব মোরা বসে
সোনা থালায় ভাত খাবো
মিষ্টি হেসে হেসে।
খুব ভোরেই এসো কিন্তু
সূর্য উঠার আগে
পায়ের শব্দে দেখ যেন
খোকন নাহি জাগে।
খোকন বড় দুষ্ট ছেলে
ওর সাথে মোর আড়ি
কাল হতে আর খেলতে আমি
যাইনি ওদের বাড়ি।
আজ হতে ভাই তোমার সাথে
থাকব সারাক্ষণ
তোমার সাথে খেলব আমি
দেখবে যে খোকন।

SHARE

Leave a Reply