আঁকাবাঁকা মেঠোপথ
সারিসারি গাছ
পাখিদের ওড়াউড়ি
সুনিপুণ সাজ।
ফুলে-ফলে সুবাসিত
অপরূপ গাঁও
মাঝিদের পালতোলা
বয়ে চলা নাও।
হিম শীতে ভরপুর
ম-ম ঘ্রাণ
অবারিত গেয়ে চলা
কিষাণের গান।
ক্ষেতজুড়ে ছেয়ে গেছে
ফসলের রূপ
এ আমার গাঁয়ের ছবি
বেশ অপরূপ।
ছেয়ে গেছে ফুলে ফুলে
সরিষার রঙ
অলিদের গানে গানে
ফড়িঙের ঢঙ।