ফজর যখন হবে মাগো
আমায় দিও ডেকে,
নামাজ যেন হয় না কাজা
কভু আমার থেকে।
মাদ্রাসাতে যাব সদাই
দেব নাকো ফাঁকি,
বড় হবার স্বপ্ন আমি
হৃদয় ঘরে আঁকি।
বিকেলবেলা খেলতে যাব
হরেক রকম খেলা,
রাতের বেলা পড়তে বসতে
করবো নাকো হেলা।
সবার কাছে চাচ্ছি দোয়া
অনেক বড় হতে,
অটল যেন থাকতে পারি
সদা সঠিক পথে।