Home ছড়া-কবিতা কবিতা সেই পাখিটা – শাহ আলম বাদশা

সেই পাখিটা – শাহ আলম বাদশা

তেঁতুলগাছের পাতার ফাঁকে নানারকম ঢঙে
নাচছে কেমন লেজ দুলিয়ে ইলিকঝিলিক রঙে!
মিনিপাখি চেনাপাখি টুইট-টুইট সুর-
যায় না শোনা এমন গান গেলে বহুতদূর।
ছোটপাখি ছোট-আঁখি ছোটছোট-পা
খুদে ঠোঁটে গান তো করে, নাম বলবো না।

বাবুইপাখির মতন দেহ
দেখেছো কি তোমরা কেহ?
আমার তেঁতুলগাছেই পাবে
চিরলপাতার কাছেই পাবে।

সেই পাখিটা দেখতে ভারি, টোনাটুনি ভাই
ভেবো না ফের সুযোগ পেলে বাটুলমারা চাই!

SHARE

Leave a Reply