ফেব্রুয়ারির একুশ তারিখ
মাতৃভাষার দিন,
দিনটির মাঝে রয়েই গেছে
রক্ত মাখা ঋণ।
ভোমর গায় ফুলে ফুলে
শিশু মায়ের কোলে,
বায়ান্নর একুশ তারিখ
যাইনি আজও ভুলে ।
ভাষার জন্য প্রাণ দেয়া
নজির বাংলাদেশ,
বাংলা মায়ের দামাল ছেলে
জীবন দিল বেশ।
ফেব্রুয়ারির একুশ তারিখ
মাতৃভাষার দিন,
দিনটির মাঝে রয়েই গেছে
রক্ত মাখা ঋণ।
ভোমর গায় ফুলে ফুলে
শিশু মায়ের কোলে,
বায়ান্নর একুশ তারিখ
যাইনি আজও ভুলে ।
ভাষার জন্য প্রাণ দেয়া
নজির বাংলাদেশ,
বাংলা মায়ের দামাল ছেলে
জীবন দিল বেশ।