বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার দেশ,
বাংলা মাঝেই আছি আমি
এইতো এখন বেশ।
বাংলা আমার দৃষ্টি জুড়ে
সামনে চলার পথ,
বাংলা ভাষায় দেই যে আমি
আমার মতামত।
বাংলা আমার মনের মাঝে
দৃঢ় মনোবল,
দুঃখ হাজার বুকে নিয়েও
নয়তো চোখে জল।
বাংলা আমার দু’চোখ মাঝে
মন জুড়ানো নীড়,
বাংলাতে রোজ বলি কথা
উচ্চ করে শির।
বাংলা আমার হৃদয় মাঝে
নতুন যে এক প্রাণ,
এই ভাষাতে গাই যে আমি
মহান প্রভুর গান।
বাংলা আমার, প্রভুর থেকে
পাওয়া যে এক দান,
রাখতে হবে আমাদেরকে
বাংলা ভাষার মান।