দিনটা তোমার সোনালি হবে
যদি ভাঙে ঘুম মুয়াজ্জিনের পবিত্র আহবানে,
মনটা তোমার আবেগী হবে
কর্ণপাত হয় যদি হাশরের আয়াতপানে।
সকালটা তোমার স্নিগ্ধ হবে
যদি দেখ সূর্যোদয়ের অপরূপ লালিমা,
গতকালটা তুমি ভুলে যাবে
মুছে যাবে হৃদয়ের যত কালো কালিমা।
শিউলি তোমায় সৌরভ দেবে
যবি শোন দোয়েলের আকুতি কণ্ঠে গান,
ওয়াহাব তোমায় উপহার দেবে
যদি হও তাঁর একনিষ্ঠ নওজোয়ান।