একুশ তুমি এসেছো ফিরে
কোটি মানুষের দ্বারে দ্বারে
বাংলা ভাষার গান শোনাতে
আসবে তুমি ঘরে ঘরে।
রক্ত ঝরা ইতিহাস তুমি তোমায় জানাই সালাম
বিশ্ববাসীর ফুলের মালা তোমায় পরিয়ে দিলাম।
তোমার চেতনার আঁচল বাঁচাতে
মিনারে মিনারে হয় গান
রফিক সালাম বরকত জব্বার
যারা দিয়ে গেছো প্রাণ।
তোমাদের প্রাণের বিনিময়ে আমরা বিজয় পেলাম
বিশ্ববাসীর ফুলের মালা তোমায় পরিয়ে দিলাম।
আজ মিশে গেলো তোমার স্রোতে
আমারি মায়ের মান
রাখবো অটুট সারা বিশ্বে
একুশ শতকের গান।
মাতৃভাষার মধুর বাণী কণ্ঠে গেয়ে গেলাম
বিশ্ববাসীর ফুলের মালা তোমায় পরিয়ে দিলাম।