Home নিয়মিত অনুশীলন অনুশীলন

অনুশীলন

প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি ভালো এবং সুস্থ আছো।
এবারও একটির কবিতার প্রথম অংশটি দেয়া হলো। এর বাকি অংশটুকু লিখে দ্রুত পাঠিয়ে দাও। প্রিয় বন্ধুরা, তোমরা আরও বেশি বেশি করে অনুশীলনে অংশগ্রহণ করবে। আল্লাহ হাফিজ।
তোমাদেরই পরিচালক ভাইয়া।

ডিসেম্বর ২০১৯ মাসের ছড়া
“বাংলা ভাষায় ছড়িয়ে আছে
ভালোবাসার ফুল
এই ভাষাতেই উছলে ওঠে
নদীর দুই কূল।”

বাংলা আমার খুশির ছোঁয়া
বাংলা আমার মন
বাংলা আমার ভালোবাসা
বাংলা সারাক্ষণ।

বাংলা তুমি মাতৃভাষা
বাংলা তুমি হাসি
সব ভাষার চাইতে বাংলা
তোমায় ভালোবাসি।

মেহেদী হাসান হৃদয়
নোয়াখালী জিলা স্কুল
মাইজদী, নোয়াখালী

ফেব্রুয়ারি ২০২০ মাসের ছড়া
“বোশেখ এলে থর থরিয়ে
কেউবা কাঁপে ভয়ের চোটে
কেউবা হাসে খিলখিলিয়ে
বুকে যাদের সাহস ছোটে।”

আরো যাদের লেখাভালো হয়েছে
শেরেবাংলা নূর, পাগল পাড়া, দেওয়ানগঞ্জ, জামালপুর; মিরাজ হোসেন, রায়পুর, লক্ষ্মীপুর; মাহাবুব আলম, নাগেরপাড়া, গোসাইরহাট, শরীয়তপুর; জাহিদা তুজ জাইমা, আলিয়া মাদরাসা রোড, কৃষ্টপুর, সদর, ময়মনসিংহ; মো: আশফাকুর রহমান নাইম, দৌলত মুন্সি বাইলেন, কৃষ্টপুর, সদর, ময়মনসিংহ; শাহাদাত হোসেন বাবু, মিরপুর, ঢাকা; তাওহিদুল ইসলাম মোরেলগঞ্জ, বাগেরহাট; মানসুরা ইসলাম, মোরেলগঞ্জ, বাগেরহাট।

SHARE

Leave a Reply