Home তোমাদের কবিতা নতুন বছর – শেখ ফারিহা

নতুন বছর – শেখ ফারিহা

নতুন বছর নতুন ক্লাসে
নতুন বইয়ের মেলায়
ঘুরে বেড়াই ফুল বাগানে
রঙ ও সুরের খেলায়।

মন আমার খুশিতে ভরা
কাটছি ছন্দ ছড়া
হেসে খেলে তেপান্তরে
করছি ঘোরা ফেরা।

SHARE

Leave a Reply