কুয়াশাতে সকালটা আজ
নিত্য আঁধার সেজে
এলোরে শীত এলোরে শীত
উঠলো ধ্বনি বেজে।
মরুর দেশের অতিথি পাখি
আমার দেশে আসছে
কিচিরমিচির শব্দ কানন
সুরের তানে ভাসছে।
কনকনে শীত এবার বুড়ি
শীতের পোশাক গায়ে
গুমড়ে কাঁথা সকাল দুপুর
ভাসবে সুখের নায়ে।
পথের বাঁকে পথ শিশুরা
তোমার দিকে চাইবে
শীতের পোশাক পেলে তারা
সুখের গান গাইবে।
শীত ঋতুর এই আগমনে
বয় সুখের হাওয়া
মনের থেকে এই কামনা
সবার চাওয়া পাওয়া।