শীতের বুড়ি চাদর গায়ে
আসছে ধেয়ে আমার পানে
পাখ পাখালির মধুর সুর
বাজছে এসে আমার কানে।
খেজুর রসের মিষ্টি সুবাস
মনের ভেতর দেয় দোলা
ছুটির শেষে খেলাধুলায়
হয়ে যাইরে মন ভোলা।
সরষে ফুলে মাঠ ভরেছে
মৌমাছিরা গাইছে গান
মধুর রসে পূর্ণ হাঁড়ি
সবই তো সেই আল্লাহর দান।