Home তোমাদের কবিতা আমার দেশ – আয়েশা খাতুন

আমার দেশ – আয়েশা খাতুন

আমার দেশ আমার পবিত্র জন্মভূমি
এদেশের মাটিতে জন্মে ধন্য আমি।
বাবার ভালোবাসা, ভালোবাসা মার
কোথাও পাবো না খুঁজে এমন বন্ধন আর।

সকালে ঘুম ভাঙে পাখির কলকাকলিতে
কোকিল ডাহুক শালিক ডাকে বনবনানীতে।
রংবেরঙের পাখির কিচিরমিচিরে সন্ধ্যা আসে
রাতে অযুত তারার মিলনমেলায় চাঁদটি হাসে।

নদী নালা খালবিল পুকুর ভরা মাছে
রসে ভরা ফল ফলাদি ধরে থাকে গাছে।
পাহাড় ঘেরা গ্রামবাংলা মন কাড়ে সবার
সেই সৌন্দর্যে আপন হতে চায় কাছে তার।

কৃষক ফসল ফলায় রোদ বৃষ্টিতে ভিজে
কৃষাণীরা সুখ খোঁজে ফসল গুছায়ে নিজে।
প্রভু আমার দেশের ওপর রহমত পাঠাও
সম্প্রীতি ভালোবাসায় বাস করার সুযোগ দাও।

SHARE

Leave a Reply