Home হাসির বাকসো হাসির বাকসো

হাসির বাকসো

দুই বন্ধুর মধ্যে কথোপকথন-
১ম বন্ধু : কিরে দোস্ত! তুই নাকি চোখের ডাক্তারের কাছে গিয়েছিলি?
২য় বন্ধু : আর বলিস না দোস্ত, ডাক্তার আমার চেয়েও অন্ধ।
১ম বন্ধু : বলিস কী, বুঝলি কিভাবে?
২য় বন্ধু : দিনে-দুপুরে লাইট দিয়ে আমার চোখ দেখে।
আব্দুল মমিন
নাচোল, চাঁপাইনবাবগঞ্জ

একদিন আবুল বাসে করে তার নানুবাড়ি যাচ্ছিল! জানালার পাশে বসাতে বাইরের বাতাস গায়ে লেগে সে ঘুমিয়ে গেল! কিছুক্ষণ পর কন্ডাক্টর ভাড়া নিতে এলেন।
কন্ডাক্টর : এই যে ভাই, কোথা থেকে উঠলেন, ভাড়া দেন।
আবুল : এই তো ঘুম থেকে!
আমিনুল্লাহ সাঈদ ইমরান
হালিশহর, বসুন্ধরা

মা এবং ছেলের আলাপন-
মা : তোমার বাবা কই?
ছেলে : ভেড়ামারা গেছে।
মা : আরে গাধা তোর বাপের কয়টা ভেড়া আছে?
ছেলে : হা হা হা!
মা : হাসছিস কেন মিথ্যুক ছেলে?
ছেলে : বাবা কুষ্টিয়ার ভেড়ামারা গেছে!
ইয়াছিন আরাফাত
খালুয়াপাড়া, ডিমলা, নীলফামারী

SHARE

Leave a Reply