সোনার বাংলা রূপের দেশে
ফোটে নানান ফুল,
হাসনাহেনা জুঁই চামেলি
গাছেতে বকুল।
বিলের জলে পদ্ম হাসে
শাপলা রাশি রাশি,
বিজয় ফুলে গন্ধ মেখে
দেশকে ভালোবাসি।
কাগজ কেটে শাপলা ফুল
বানায় খোকাখুকি,
বিজয় ছবি রঙ তুলিতে
করে আঁকি বুঁকি।
সোনার বাংলা রূপের দেশে
ফোটে নানান ফুল,
হাসনাহেনা জুঁই চামেলি
গাছেতে বকুল।
বিলের জলে পদ্ম হাসে
শাপলা রাশি রাশি,
বিজয় ফুলে গন্ধ মেখে
দেশকে ভালোবাসি।
কাগজ কেটে শাপলা ফুল
বানায় খোকাখুকি,
বিজয় ছবি রঙ তুলিতে
করে আঁকি বুঁকি।